ফারইস্ট ইসলামী লাইফের শেয়ার প্রতি দাম কমেছে ১৫.৩০ টাকা

 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফের শেয়ার প্রতি দাম কমেছে ১৫.৩০ টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসই তালিকাভুক্ত ৫৬৪টি কোম্পানির মধ্যে শেয়ার প্রতি সবচেয়ে বেশি দাম কমেছে কোম্পানিটির।

রেকর্ড ডেটের পরবর্তি কার্যদিবসেই শেয়ার প্রতি ১৫.৩০ টাকা করে দাম কমলো ফারইস্ট ইসলামী লাইফের। গত বৃহস্পতিবারের শেয়ার প্রতি সমাপনী দর এবং আজকের সমাপনি দর অনুযায়ী ২২টি খাতের ৫৬৪টি কোম্পানির মধ্যে লুজারের তালিকায় শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

কোম্পানিটির শেয়ার প্রতি সংশোধিত লেনদেন শুরুর দর ছিল ৬৭ টাকা ৫০ পয়সা এবং দিনের লেনদেন শেষে শেয়ার প্রতি সমাপনী দর দাঁড়ায় ৮২ টাকা ৮০ পয়সা। অর্থাৎ এদিনে শেয়ার প্রতি মূল্য সূচক ১৫ টাকা ৩০ পয়সা করে কমেছে কোম্পানিটির। শতকরা হিসেবে যার পরিমাণ দাঁড়ায় ১৮ দশমিক ৪৭ শতাংশ।

কোম্পানিটির এদিনে ১ লাখ ৮৩ হাজার ৪০৯ টি শেয়ার ৪০৪ বার হাত বদল হয়ে লেনদেন হয়। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ ৭৪ হাজার টাকা।

২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থানরত ফারইস্ট ইসলামী লাইফের মোট শেয়ারের পরিমাণ ৬ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৬২৫টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৬.২৯ শতাংশ, প্রতিষ্ঠানের ৩৬.৯১ শতাংশ বিদেশি বিনিয়োগ ২.৩১ শতাংশ এবং সাধারণ জনগণের রয়েছে ২৪.৪৯ শতাংশ শেয়ার।

২০১৬ সমাপ্ত বছরের বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ দিবে কোম্পানিটি। আগের বছর ২০১৫ সালে ৩৯ শতাংশ নগদ এবং ২০১৪ সালে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় রাজধানী ঢাকার ৩৫ তোপখানা রোডে অবস্থিত ফারইস্ট টাওয়ারে অনুষ্ঠিত হবে