ফারইস্ট ইসলামী লাইফের ১ম প্রান্তিকে আয় কমলেও ২য় প্রান্তিকে বেড়েছে
নিজস্ব প্রতিবেদক: প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিবেদন পর্যালোচনায় দেখাযায়, গত বছরের তুলণায় প্রথম প্রন্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমলেও দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিক: তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০১৭) ফারইস্ট ইসলামী লাইফের প্রিমিয়াম আয় কমেছে ৮০ কোটি ১৬ লাখ ২০ হাজার টাকা। এ সময় কোম্পানির মোট তহবিল দাঁড়িয়েছে ৩ হাজার ১৩৭ কোটি ২৭ লাখ ১০ হাজার টাকা। অন্যদিকে, আগের বছরের একই সময় প্রিমিয়াম আয় বেড়েছিল ১ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকা। সে সময়ে কোম্পানিটির মোট তহবিল দাঁড়িয়েছিল ৩ হাজার ১৩১ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা।
দ্বিতীয় প্রান্তিক: দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-জুন ১৭) কোম্পানির প্রিমিয়াম আয় বেড়েছে ২৯ কোটি ৮০ হাজার টাকা। এ সময়ে মোট তহবিল দাঁড়িয়েছে ৩ হাজার ২৪৬ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা। যা আগের বছর একই সময়ে প্রিমিয়াম আয় ৪ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছিল ৩ হাজার ১৩৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার টাকা।
আর তিন মাসের হিসেবে (এপ্রিল-জুন, ২০১৭) ফারইস্ট ইসলামী লাইফের প্রিমিয়াম আয় বেড়েছে ১০৯ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা। এ সময় মোট তহবিল দাঁড়িয়েছে ৩ হাজার ২৪৬ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা। যা আগের বছর একই সময়ে ২ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছিল ৩ হাজার ১৩৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার টাকা।