৬৮ শতাংশ বীমা প্রতিষ্ঠানের দরপতন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকে উর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও দরপতন হয়েছে লেনদেন হওয়া বেশিরভাগ বীমা কোম্পানির শেয়ারের। বাজারটিতে লেনদেন হওয়া ৬৮ শতাংশ বীমা প্রতিষ্ঠানই এদিন দর হারিয়েছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে লেনদেন হওয়া মাত্র ১২টি বীমা কোম্পানির শেয়ার দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৩২টি বীমা কোম্পানির।

টাকার অঙ্কে এদিন সব থেকে বেশি দাম কমেছে ন্যাশনাল লাইফের শেয়ারের। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম কমেছে ২ টাকা ২০ পয়সা। এর পরেই রয়েছে মেঘনা লাইফ। এ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমেছে ১ টাকা ৭০ পয়সা।

টাকার অঙ্কে দাম কমার দিকে থেকে তৃতীয় স্থানে থাকা গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ারের দাম কমেছে ১ টাকা ৬০ পয়সা। শেয়ার দাম ১ টাকা ৪০ পয়সা কমে চতুর্থ স্থানে রয়েছে ঢাকা ইন্স্যুরেন্স।

এছাড়া ১ টাকার ওপরে দাম কমার তালিকায় রয়েছে- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ। আর ৫০ পয়সার ওপরে দাম কমার তালিকায় রয়েছে তাকাফুল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ, প্রাইম ইন্স্যুরেন্স, প্রগতী লাইফ, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স।

এছাড়া ৫০ পয়সার কম দাম কমেছে এমন তালিকায় রয়েছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ফারইষ্ট ইসলামী লাইফ, ফেডারেল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, নর্দান ইন্স্যুরেন্স, প্রগতী ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী লাইফ এবং সান লাইফ।

অপরদিকে দাম বাড়ার তালিকায় থাকা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে সব থেকে বেশি দাম বেড়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১ টাকা ৭০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা পদ্মা লাইফের দাম বেড়েছে ১ টাকা। বাকি ১০টির দাম বেড়েছে ৫০ পয়সারও কম।

এগুলো হলো- সন্ধানী লাইফ, সোনার বাংলা, প্রাইম ইসলামী লাইফ, পপুলার লাইফ, পিপলস ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসেফিক এবং অগ্রণী ইন্স্যুরেন্স।