শেয়ারহোল্ডরদের ২০% নগদ লভ্যাংশ ঘোষণা করল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স

ডেস্ক রিপোর্ট: শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বেসরকারি নন-লাইফ বীমাকারী গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার ঢাকা স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে কোম্পানিটির ৩২তম সাধারণ সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত অর্থ বছরের ব্যবসা পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

কোম্পানির চেয়ারম্যান মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় স্পন্সর, পরিচালক এবং বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী সাধারণ সভা পরিচালনা করেন।

কোম্পানির উন্নয়নে ক্রমাগত সমর্থন ও সহযোগিতা করায় শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চেয়ারম্যান মো. আবদুল করিম। আর বীমাখাতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সকে এগিয়ে নিতে সহায়তা করার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নাসির এ চৌধুরী।

বেশ কিছু শেয়ারহোল্ডার সভায় বক্তব্য রাখেন এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পরিচালনায় অসামান্য কৃতিত্ব দেখানো, শক্তিশালী করপোরেট গভর্নেন্স, আকর্ষণীয় নগদ লভ্যাংশ ঘোষণা এবং তথ্যবহুল বার্ষিক প্রতিবেদন (২০১৭) প্রকাশের জন্য বোর্ড অব ডিরেক্টরস এবং ম্যানেজমেন্টের অত্যন্ত প্রশংসা করেন।