নিটল ইন্স্যুরেন্সের ১৯তম এজিএম অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানি নিটল ইন্স্যুরেন্সের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানির চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট (বিআইএ) এ কে এম মনিরুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় তিনি কোম্পানির সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেণ। কোম্পানি সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন।

বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ডাইরেক্টর মাহমুদুল হক শামিম, নজরুল ইসলাম খান ও চন্দ্র শেখর দাস এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর মো. মামুনুর রশিদ, মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় ২০১৭ সালের জন্য কোম্পানির সকল শেয়ারহোল্ডারের জন্য ১৪ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন দেয়া হয়। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।