গ্রুপ বীমা বিষয়ে জেনিথ ইসলামী লাইফ কর্মকর্তাদের প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উর্ধ্বতন উন্নয়ন ও দাপ্তরিক কর্মকর্তাদের গ্রুপ সাময়িক লাইফ বীমা এবং স্বাস্থ্য বীমা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। কোম্পানির প্রধান কার্যালয়ে শনিবার এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি)এস এম নুরুজ্জামান। এতে প্রধান আলোচক ছিলেন গ্রুপ বীমা বিভাগের এজিএম ও প্রধান মোঃ আনোয়ার হোসেন সরকার। কর্মশালায় সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন)মুহাম্মদ কামরুল ইসলাম।