মাদক বিরোধী কর্মকাণ্ডের শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স

ডেস্ক রিপোর্ট: মাদক বিরোধী কর্মকাণ্ড পরিচালনায় শীর্ষস্থান দখল করেছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বীমা কোম্পানিটিকে প্রথম পুরস্কার তুলে দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান, পিএসসি (অবঃ); ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া।

মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে মাদক বিরোধী কার্যক্রমে দেশব্যাপী সক্রিয় ভূমিকা রাখায় এবং আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ২৬ জুন ২০১৮ উপলক্ষে মানববন্ধনের সফল কর্মসূচীর জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড'কে প্রথম পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীকে।