সানলাইফ ইন্স্যুরেন্স ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে গ্রুপ বীমা চুক্তি
ডেস্ক রিপোর্ট: সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিগণের স্বাস্থ্য ও গ্রুপ বীমা সুবিধা প্রদান করবে সানলাইফ ইন্স্যুরেন্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সানলাইফ ইন্স্যুরেন্সের পক্ষে উপস্থিত ছিলেন মূখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম এবং এএমডি (উন্নয়ন) কে এম এ কে আজাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. আবদুস সোবহান, ট্রেজারার প্রফেসর একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার ড. এম. এ. বারী, অতিরিক্ত হিসাব পরিচালক হাসিন আহমদ খান, উপ-রেজিস্ট্রার মোঃ মুজাফফর হোসেন এবং উপ-পরিচালক (হিসাব) মোঃ গোলাম কিবরিয়া।