ডেল্টা লাইফ ও আইডিএলসি'র মধ্যে গ্রুপ বীমা চুক্তি
ডেস্ক রিপোর্ট: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আইডিএলসি এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার গুলশানে ডেল্টা লাইফ টাওয়ারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান, এসিআইআই (ইউকে) এবং আইডিএলসি এসেট ম্যানেজমেন্টের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর রাজিব কুমার দে এই চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স আইডিএলসি এসেট ম্যানেজমেন্ট'র সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি) বিনিয়োগকারী গ্রাহকদের বিনিয়োগ সুরক্ষা বীমা প্রদান করবে। অনুষ্ঠানে উভয় কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)