পিরোজপুরে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পিরোজপুর সার্ভিস পয়েন্টে ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা- ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নূরুজ্জামান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এসব তথ্য জানিয়েছে।

পিরোজপুর সদর সাংগঠনিক অফিসের ইনচার্জ মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ডিএমডি মো. তাওহীদুল হাসান। সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন কোম্পানির প্রধান কার্যালয়ের অডিট বিভাগে কর্মরত মো. ইফতেখারুল ইসলাম, কোম্পানির ইভিপি মো. তানভীর হাসান, জেইভিপি মো. তারিকুল আব্দুল্লাহ বাপ্পি, এসভিপি মো. রফিকুল ইসলাম রুমি, তৌহিদুল ইসলাম, আবু হোরায়রা, ভিপি মো. তামজিদ খান প্রমুখ।