এনআরবি গ্লোবাল লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
ডেস্ক রিপোর্ট: বেঙ্গল গ্রুপ অব ইন্ড্রাষ্টিজ লিমিটেডের মরহুম রহিম আলী গাজী ও মরহুম আব্দুর রউফ এর মৃত্যুদাবির ২ লাখ টাকার চেক হস্তান্তর করেছে এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স। সোমবার কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মোহাম্মদ আবু মুসা সিদ্দিকী এসব চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ অব কোম্পানির ভাইস-চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন এবং প্রশাসন বিভাগের মোঃ নুরুল হুদা। এ ছাড়াও এনআরবি গ্লোবাল লাইফের চীফ আন্ডার রাইটার ও দাবি বিভাগের প্রধান মোঃ ফয়েজ আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)