মেঘনা লাইফের বীমা দাবির চেক হস্তান্তর শনিবার

ডেস্ক রিপোর্ট: বীমা দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা আয়োজন করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। আগামী শনিবার ড্রিম হলিডে পার্কে এ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র সদস্য বোরহান উদ্দিন আহমেদ।

মেঘনা লাইফের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইডিআরএ'র নির্বাহী পরিচালক কাজী মনোয়ার হোসেন ও পরিচালক ড. মহা. বশিরুল আলম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।