গ্রামীণ ফোন গ্রাহকদের স্বাস্থ্য বীমা সুবিধা দেবে জেনিথ ইসলামী লাইফ
ডেস্ক রিপোর্ট: গ্রামীণ ফোনের করপোরেট টনিক সাবসক্রাইবারদের স্বাস্থ্য বীমা সুবিধা দিতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সাথে স্বাস্থ্য বীমা চুক্তি করেছে নরওয়ে ভিত্তিক টেলিনর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টেলিনর হেলথ।
গতকাল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা জিপি হাউজে জেনিথ ইসলামী লাইফের সিইও (সিসি) এস এম নুরুজ্জামান এবং টেলিনর হেলথ'র সিইও সাজিদ রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।
এ সময় জেনিথ ইসলামী লাইফের জিএম (অবলিখন) মোঃ শাহাদাত হোসেন, সিনিয়র ডিজিএম (অর্থ ও হিসাব) ফারুক আহমেদ, এজিএম (গ্রুপ বীমা) মোঃ আনোয়ার হোসেন সরকার এবং গ্রামীণ ফোন লিঃ এর হেড অব এসএমই, এন্টারপ্রাইজ বিজনেস সাদ মোঃ ফয়জুল করিম এবং টেলিনর হেলথ এর হেড অব বিটুবি এন্ড পার্টনারশিপস আহমেদ তুহিন রেজাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।