জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চার্টার্ড লাইফে আলোচনা সভা
ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। গতকাল বুধবার কোম্পানির প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চার্টার্ড লাইফ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় সংসদ-এর সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইফ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। আরো উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মোঃ শহিদুল ইসলাম, প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ এমদাদ উল্লাহসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন চমকপ্রদ অধ্যায়গুলো নিয়ে আলোচনা করেন। তিনি বঙ্গবন্ধুর দক্ষ ও দুর্বার নেতৃত্ব, গভীর বুদ্ধিমত্তা, পরম উদারতা ও অসীম সাহসিকতার নানান ঘটনা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। বঙ্গবন্ধুর বিভিন্ন স্বভাব সুলভ আচরণ নিয়ে তিনি স্মৃতিচারণ করেন। তিনি দলমত নির্বিশেষে সকলকে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার আহবান জানান।
সভাপতির বক্তব্যে কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ৭৫'র এ ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের পিছনে যারা মদদ দাতা ছিল তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষার মত ১৫ আগস্টকে আন্তর্জাতিক শোক দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য সরকারের নিকট উদাত্ত আহবান জানান।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটিকে অত্যন্ত মর্মস্পর্শী ও হৃদয়গ্রাহী হিসেবে আখ্যায়িত করে মোহাম্মদ এমদাদ উল্লাহ বিগত সরকারগুলোর আমলে এ ভাষণটিকে জনসমক্ষে প্রচার না করায় ক্ষোভ প্রকাশ করেন। পরিশেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ পাকের নিকট দোয়া করা হয়।