অর্ধ-বার্ষিক সম্মেলন

নেত্রকোনায় পপুলার লাইফের ৪ কোটি ৩৩ লাখ টাকা দাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: নেত্রকোনায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর গ্রাহকদের বীমা দাবির মোট ৪ কোটি ৩৩ লাখ ৬৭৬ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। অর্ধ-বার্ষিক সম্মেলন- ২০১৮ উপলক্ষে নেত্রকোনা জেলা পাবলিক হলে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র সদস্য বোরহান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (যুগ্ম সচিব) ফারুক আহম্মেদ। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে কোম্পানির ডিএমডি ও প্রকল্প পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।