অনলাইনে প্রিমিয়াম গ্রহণে আইপে'র সঙ্গে নিটল ইন্স্যুরেন্সের চুক্তি

ডেস্ক রিপোর্ট: অনলাইনের মাধ্যমে বীমা পলিসির প্রিমিয়াম গ্রহণের লক্ষ্যে আইপে'র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি। সম্প্রতি বীমা প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান একেএম মনিরুল হক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এসএম মাহবুবুল করিম এবং আইপে'র ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া স্বপনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।