জেনিথ লাইফের সাথে বামৈল আইডিয়াল কলেজের গ্রুপ বীমা চুক্তি
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাথে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে বামৈল আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজ। এ চুক্তির আওতায় কলেজটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং গভর্নিং বডির সদস্যগণকে গ্রুপ সাময়িক জীবন বীমা সুবিধা দেবে বীমা কোম্পানি।
গতকাল সোমবার রাজধানীর ডেমরা এলাকায় বামৈল আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ গোলাম ফারুক এর নিকট চুক্তিপত্রটি হস্তান্তর করেন জেনিথ লাইফের এজিএম মোঃ আনোয়ার হোসেন সরকার।
এ সময় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক দুলাল চন্দ্র মন্ডলসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ।