সানলাইফ ইন্স্যুরেন্সের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মহাখালীর ট্রাস্ট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আইপিও-তে যাওয়ার পর এটি কোম্পানির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।

সানলাইফ ইন্স্যুরেন্সের চেয়ারপারসন অধ্যাপক রুবিনা হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস শাবানা মালেক, ড. কাজী আক্তার হামিদ, এডভোকেট শায়লা ফেরদৌস শান্তাজ বানু, আলহাজ্ব মফিজুর রহমান, রাহাত মালেক, রায়ান হামিদ এবং কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম।

সভা পরিচালনা করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) ও কোম্পানি সচিব মোঃ রবিউল আলম এসিএস। উক্ত সভায় কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও ড. কল্যাণ কৃষ্ণ চক্রবর্তী এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম আসলাম রেজা, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন।