জেনিথ ইসলামী লাইফের অর্ধ-বার্ষিক সম্মেলন ২৯ সেপ্টেম্বর
ডেস্ক রিপোর্ট: বেসরকারি বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অর্ধ-বার্ষিক সম্মেলন- ২০১৮ আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন আয়োজন করা হয়েছে।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী।
বিশেষ অতিথি থাকবেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান রেজাকুল হায়দার (মনজু), নির্বাহী কমিটির চেয়ারম্যান একেএম বদিউল আলম, ক্লেইম কমিটির চেয়ারম্যান ফিরোজ আলম, অডিট কমিটির চেয়ারম্যান মো. আলী আজীম খান, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান আবদুল জলীল,
পরিচালক তৌসিফ মাসরুরুল করিম, জামিল আনসারী, সৈয়দা নাসরিন আজীম, মাহমুদা বেগম, সামছুল আলম সুমন, শুভানুধ্যায়ী এটিএম এনায়েত উল্ল্যাহ, মো. আব্দুল্লাহ আল মামুন এমপি প্রমুখ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।