সানলাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আসলাম রেজা

ডেস্ক রিপোর্ট: সানলাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন কোম্পানিটির উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম আসলাম রেজা। পদোন্নতি পাওয়ায় তিনি এখন কোম্পানির ব্যবসা উন্নয়নের সামগ্রিক দায়িত্ব পালন করবেন। সানলাইফ ইন্স্যুরেন্সের যোগদানের পূর্বে তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করা এসএম আসলাম রেজা একজন সুশিক্ষিত ও মার্জিত ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ বেতারের একজন স্বনামধন্য উপস্থাপক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান)সহ এমএ (বাংলাভাষা ও সাহিত্য) ডিগ্রি অর্জন করেন। তিনি অতীশ দীপঙ্কর সম্মাননা পুরষ্কারসহ বিভিন্ন পদকে ভূষিত হন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করে যাচ্ছেন। (সংবাদ বিজ্ঞপ্তি)