চার্টার্ড লাইফের ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিমে) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ সরণিস্থ সানার্ক কমপ্লেক্সে কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপির সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা পরিচালিত হয়। উক্ত সভায় কোম্পানির পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যযোগ্য সংখ্যক সদস্যের উপস্থিতিতে সভায় ২০১৭ সালের আর্থিক বছরের হিসাব প্রতিবেদন এবং পরিচালকবৃন্দের প্রতিবেদন উপস্থাপিত হয়। শেয়ারহোল্ডারগণ নিরিক্ষিত হিসাব এবং পরিচালকবৃন্দের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
এ ছাড়াও কোম্পানির সকল পরিচালক এবং শেয়ারহোল্ডারের সম্মতিক্রমে উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি এবং শাইখ সিরাজ যথাক্রমে পুনরায় কোম্পানির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। (সংবাদ বিজ্ঞপ্তি)