আলফা ইসলামী লাইফ ও ইজিআর’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি

ডেস্ক রিপোর্ট: বেসরকারি লাইফ বীমা কোম্পানির আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও রাইড শেয়ার কোম্পানি ইজিআর এর মধ্যে সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে ইজিআর’র পুলভুক্ত প্রায় ১২ হাজার গাড়ি চালক জীবন বীমা সুবিধা পাবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আলফা ইসলামী লাইফের পক্ষে ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে), সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি এম সালাহ উদ্দিন এবং ইজিআর এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান, মহা-ব্যবস্থাপক (অপারেশন) এবং রিগালো প্রাইভেট লিমিটেড ও রিগালো সোর্সিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আবু মোহাম্মদ মান্না ওয়াদুদ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, ইজিআর অ্যাপ এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্যাব ও এম্বুলেন্স সার্ভিস প্রদান করে আসছে এ রাইড শেয়ার প্রতিষ্ঠান।