মানিকগঞ্জে পদ্মা ইসলামী লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

ডেস্ক রিপোর্ট: এস আলম গ্রুপ পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনায় আসার অব্যাবহিত পরেই কোম্পানির বীমা গ্রহীতাদের মধ্যে দাবির চেক হস্তান্তর শুরু হয়েছে। সারাদেশে দাবি পরিশোধের অংশ হিসেবে সম্প্রতি মানিকগঞ্জ অঞ্চলে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর করেন কোম্পানির পরিচালক মিসেস জামান আরা বেগম এবং ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মাদ ওয়াসিউদ্দিন, এফসিএ। উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) জাকির হোসেন, জোনাল হেড কোয়ার্টার ইনচার্জ বশির উদ্দিন মোল্লাসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ।(সংবাদ বিজ্ঞপ্তি)