সিলেটে সানলাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর
ডেস্ক রিপোর্ট: সিলেটের আম্বরখানায় সম্প্রতি গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা করেছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী একক বীমা প্রকল্পের সিনিয়র সহকারী ব্যবস্থাপনা পরিচালক ড. আ ই ম নেছার উদ্দিন এবং ইসলামী একক বীমা প্রকল্পের সহকারী ব্যবস্থাপনা পরিচালক কাজী হানিফ মাহমুদ। এতে সভাপতিত্ব করেন কোম্পানির জুনিয়র সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ইসলামী একক বীমা প্রকল্পের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।