১৮তম বার্ষিক সাধারণ সভা

ফারইষ্ট ইসলামী লাইফের ২৫% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারহোল্ডারদের জন্য ২৫% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তোপখানা রোডস্থ কোম্পানির নিজস্ব ভবন ‘ফারইষ্ট টাওয়ার’-এ অনুষ্ঠিত ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) -২০১৭’তে এ অনুমোদন দেয়া হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. ইফ্ফাৎ জাহান, শরী’আহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, পলিসি এন্ড ক্লেইমস সাব-কমিটির চেয়ারপারসন মিসেস আয়েশা হুসনে জাহান, পরিচালকবৃন্দ মিসেস রাবেয়া বেগম, মোঃ কামরুল হাসান, সৈয়দ শাহ আলম মির্জা, কাজী ফরিদ উদ্দিন আহমেদ এফসিএ ও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ হেমায়েত উল্যাহ উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এন্ড কোম্পানি সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এন্ড ডেপুটি সিএফও মোহাম্মদ আলমগীর কবির এফসিএসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে বার্ষিক প্রতিবেদন-২০১৭ সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং শেয়ারহোল্ডারের জন্য ২৫% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে। অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরীর দোয়া-মুনাজাতের মাধ্যমে সাধারণ সভার সমাপ্তি হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)