আন্তর্জাতিক সেমিনারে গেস্ট অব অনার হিসেবে জামাল এম এ নাসেরের আমন্ত্রণ

ডেস্ক রিপোর্ট: ভারতে অনুষ্ঠিতব্য বীমা বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে গেস্ট অব অনার হিসেবে যোগ দেবেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা  জামাল এম এ নাসের।

আগামী ৮ ডিসেম্বর কলকাতায় ইন্ডিয়া ইন্স্যুরেন্স ইনস্টিটিউট কলকাতা ও ইন্স্যুরেন্স ইনস্টিটিউট অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে বিখ্যাত বীমা বিশেষজ্ঞ ও এ্যাকচুয়ারিবৃন্দ অংশ নেবেন।

সেমিনারে জামাল এম এ নাসের “Based on Changing Regulatory Provision of Life Insurance Market , how to face forthcoming challenges and remain competitive”  বিষয়ে বক্তব্য রাখবেন। (সংবাদ বিজ্ঞপ্তি)