প্রণব কুমার দাশের একচ্যুয়ারিয়াল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন
ডেস্ক রিপোর্ট: এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি প্রণব কুমার দাশ একচ্যুয়ারিয়াল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের অধীন মাস্টার্স অব একচ্যুয়ারিয়াল সায়েন্স (এমএএস) থেকে তিনি এ ডিগ্রি নেন।
প্রণব কুমার দাশ ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্স ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে তিনি বীমা পেশায় যোগদান করেন। পরবর্তীতে ২০১৫ সালে তিনি এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্সে যোগদান করেন।
বীমা পেশায় সফলতার জন্য তিনি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশ ভ্রমনের সুযোগ পেয়েছেন।
চট্টগ্রামের হাটহাজারী থানার পশ্চিম ধলই গ্রামের বাসিন্দা প্রণব কুমার দাশ পারিবারিক জীবনে ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। (সংবাদ বিজ্ঞপ্তি)