একচ্যুয়ারিয়াল সায়েন্সে এনামুল হকের মাস্টার্স ডিগ্রি অর্জন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ থেকে একচ্যুয়ারিয়াল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন মো. এনামুল হক। বর্তমানে তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

এনামুল হক একচ্যুয়ারিয়াল সায়েন্সের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি কোর্সটি কৃতিত্বের সঙ্গে শেষ করেন। তিনি সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.৮৪ পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন।

এ প্রসঙ্গে এনামুল হক বলেন, এটি আমার তৃতীয় মাস্টার্স ডিগ্রি। এর আগে ব্যবসা প্রশাসনে (এমবিএ) ও পরিসংখ্যানেও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছি। দীর্ঘদিন বীমা সেক্টরে কাজ করার ফলে একচ্যুয়ারিয়াল সায়েন্সে ডিগ্রি নেয়ার ইচ্ছে ছিল। কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সে সুযোগ ছিল না। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কোর্সটি চালু হলো তখনই ভর্তি হই এবং এ ডিগ্রি অর্জন করি।

পরিসংখ্যান বিষয়ে কলেজ শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু এনামুল হকের। পরে ১৯৯৫ সালে তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে কোম্পানির প্রধান কার্যালয়ে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদে যোগ দেন। এরপর ২০০৫ সালে তিনি ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সে যোগ দেন।

এনামুল হক বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ২০১১ সালে বীমা ডিপ্লোমায় (জীবন বীমা) প্রথম স্থান লাভ করেন। এর স্বীকৃতিস্বরূপ তিনি লন্ডন থেকে টাউজার অ্যান্ড কোং থেকে ‘টাউজার অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

এ ছাড়াও ২০০০ সালে তিনি বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে এইচআরএম (হিউম্যান রিসোর্চ ম্যানেজমেন্ট) এর উপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন।

তার বাড়ি কুমিল্লার বরুড়া থানার শিয়ালোড়া গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে।