প্রগতি লাইফ ও ব্র্যাকের মধ্যে ক্ষুদ্রবীমা চুক্তি

ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ব্র্যাক বাংলাদেশ এর মধ্যে ক্ষুদ্রবীমা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুসারে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স গাজীপুর, সাভার ও টঙ্গী এলাকার ২৫টি গার্মেন্টস কারখানার কর্মীদের স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা (ক্ষুদ্র বীমা পাইলট স্কিম) প্রদান করবে।

ব্রাকের প্রধান কার্যালয়ে সম্প্রতি প্রগতি লাইফের মহা-ব্যবস্থাপক (অপারেসন্স) ও হেড অফ এডিসি এসএম জিয়াউল হক এবং ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রাম এর প্রোগ্রাম হেড হাসিনা মোশ্রফা স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় প্রগতি লাইফের হেলথ ইন্স্যুরেন্স এডভাইজার ও মেডিকেল কনসালটেন্ট ডা. জুবায়ের আহমেদ ও ব্র্যাক আরবান ডেভালপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার শেখ মজিবুল হক, সিনিয়র ম্যানেজার মারিয়া আহমেদ এবং ম্যানেজার ফিল্ড অপারেসন্স রেজভিনা পারভিনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)