পিরোজপুরে জেনিথ ইসলামী লাইফের ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা
নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পিরোজপুর সার্ভিস সেন্টারে ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান।
এ সময় নভেম্বর মাসের ব্যবসা সফল কর্মকর্তাদের পুরস্কার দেয়া হয়। এছাড়া ডিসেম্বর মাসের ব্যবসা সমাপনী বিষয়ে কর্মীদের দিক নির্দেশনা দেয়া হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাওহীদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইভিপি (উ) মাহামুদা পারভীন মিতু, উন্নয়ন প্রশাসনের ডিজিএম নিজাম উদ্দীন, জিএম (এইচআর) ও কোম্পানি সচিব জনাব আবদুর রহমান।
সভায় অন্যদের মধ্যে মোঃ মিরাজুল ইসলাম (জেডএম), শাহাবুদ্দিন (বিএম), ওহিদুল ইসলাম (বিএম), জাহিদুল ইসলাম (বিএম), রফিকুল ইসলাম (জেডএম), এনায়েত করিম (জেডএম), তামজিদ খান (জেডএম), আবু হোরায়রা (ইভিপি), তারিকুল আবদুল্লাহ বাপ্পি (ইভিপি) ও তানভীর হোসাইন (ইভিপি) উপস্থিত ছিলেন।
পিরোজপুরের বিভিন্ন অঞ্চল হতে শতাধিক কর্মী সভায় অংশ নেন।