বরগুনায় জেনিথ ইসলামী লাইফের কর্মী সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বরগুনা শাখা অফিসে কর্মী সম্মেলন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান।
এতে ডিসেম্বর মাসের ব্যবসা সমাপনী বিষয়ে কর্মীদের দিক নির্দেশনা দেয়া হয়।
কোম্পানির ইভিপি ও বরগুনা জেলা অফিসের ইনচার্জ মো. আখতারুজ্জামান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসইভিপি (উ) মোশারফ হোসেন মজনু, উন্নয়ন প্রশাসনের ডিজিএম নিজাম উদ্দীন, জিএম (এইচআর) ও কোম্পানি সচিব আবদুর রহমান।
সভা পরিচালনার দায়িত্বে ছিলেন মঠবাড়িয়া শাখা অফিসের ইনচার্জ ইভিপি (উন্নয়ন) তারিকুল ইসলাম। এছাড়া বরগুনার বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক কর্মী সভায় অংশ নেন।