সিরাজগঞ্জ ও নাটোরে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জ ও নাটোরে উন্নয়ন সভা করেছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। শুক্রবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

প্রস্তাবিত সিরাজগঞ্জ শহর সার্ভিস পয়েন্ট ইনচার্জ ইভিপি তারিকুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির জেডএম প্রিন্সিপাল মাওলানা আমজাদ হোসেন, জেডএম সাংবাদিক আবদুর রহমান প্রমুখ।

এসইভিপি ও নাটোর সার্ভিস পয়েন্ট ইনচার্জ মো. হাবিবুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসইভিপি ও বাগাতিপাড়া সার্ভিস পয়েন্ট ইনচার্জ মো. গোলাম মোর্তুজা মাসুদ, ইভিপি মো. রুহুল আমিন, ইভিপি মো. ইমন আতিক, ইভিপি আবদুল মতিন, ইভিপি মো. মোবারক হোসেন, ইভিপি মো. মাইনুল ইসলাম, ইভিপি মো. রবিউল আউয়াল, জেডএম আসমা বেগম, জেডএম বিউটি আকতার, প্রধান কার্যালয়ের হিসাব বিভাগের কর্মকর্তা (গ্রেড-১) মো. আরিফুল আলম প্রমুখ।