সানলাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ কাউন্সিলরের সভা

নিজস্ব প্রতিবেদক: সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর শরীয়াহ কাউন্সিলরের এক সভা প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শরীয়াহ কাউন্সিলরের সভাপতি প্রফেসর ড. মো. আবু বকর সিদ্দীক।

সম্প্রতি অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন কোম্পানী পরিচালক ড. কাজী আকতার হামিদ, মুখ্য নির্বাহী র্কমর্কতা জনাব একেএম শরীফুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মুসা, মুফতী মাওলানা মানসুরুল হক, মাওলানা আবু তৈয়ব তাজুল ইসলাম, ডিএমডি (র্অথ ও হিসাব) ও কোম্পানী সচিব জনাব মো. রবিউল আলম এসিএস এবং ইসলামী একক বীমার (তাকাফুল) প্রকল্প পরিচালক ও সিনিয়র এএমডি ড. আ. ই. ম. নেছার উদ্দিন প্রমুখ।

সভায় কোম্পানীর ব্যবসা বৃদ্ধি ও শরীয়াহ পরিপালনে গুরুত্বর্পূণ সিদ্ধান্ত নেয়া হয়।