জেনিথ লাইফের সাথে কমিউনিটি হেলথ কেয়ারের গ্রুপ বীমা চুক্তি
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সাথে গ্রুপ বীমা চুক্তি সম্পাদন করেছে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার লিঃ। প্রতিষ্ঠানটির সদস্যদের গ্রুপ সাময়িক জীবন বীমা সুবিধা দিতে সম্প্রতি বীমা কোম্পানিটির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।
জেনিথ ইসলামী লাইফের পক্ষে কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান এবং বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ারের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেলিম শেখ চুক্তি পত্রে স্বাক্ষর করেন। এ সময় কমিউনিটি হেলথ’র পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ সফিকুল ইসলাম, শাহীনুর ইসলাম নান্নু এবং জেনিথ লাইফের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।