স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে সানলাইফের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেককে সংবর্ধনা দিয়েছে বিডি থাই গ্রুপ ও সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। মঙ্গলবার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিডি থাই গ্রুপ ও সানলাইফ ইনসিওরেন্স কোম্পানির চেয়ারপারসন অধ্যাপক রুবিনা হামিদ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, সিইও, মন্ত্রণালয়ের ডিজি, ব্যাংক, কর্পোরেট প্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী সকলকে সততা, স্বচ্ছতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন করার আহবান জানান। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।