চট্টগ্রামে জেনিথ লাইফের ব্যবসা উন্নয়ন ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে “ব্যবসা উন্নয়ন ও পুরস্কার বিতরণ” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ তৌহিদুল ইসলাম। প্রধান অথিতি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. এসএম নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রফিকুল ইসলাম, মুহাম্মদ ফারুক আযম, হোসাইন আজাদ, মুহাম্মদ মিজান রায়হান।
এছাড়া উপস্থিত ছিলেন কোম্পানির ডিজিএম (উন্নয়ন ও প্রশাসন) মো নিজাম উদ্দিন, এসভিপি হাফেজ মুসলিম উদ্দিন, কাস্টমস অফিসার সরোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জুনায়েদ শিবলী ও শফিকুর রহমান কোরেশী।