গার্ডিয়ান লাইফের বীমার আওতায় ব্যাংক এশিয়ার ঋণ গ্রহীতারা
নিজস্ব প্রতিবেদক: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ও ব্যাংক এশিয়ার মধ্যে একটি চুক্তি স্মাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংক এশিয়ার প্রধান কার্যালয় পুরানা পল্টনের ‘র্যাংগস টাওয়ারে’ এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী এখন থেকে ব্যাংক এশিয়ার ঋণ গ্রহীতারা এই বীমার আওতায় বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।
এই চুক্তির আওতায় ব্যাংক এশিয়ার ঋণ গ্রহীতারা যদি মৃত্যুবরণ করেন, গার্ডিয়ান লাইফ ঋণ গ্রহীতার অবশিষ্ট ঋণ ব্যাংকের নিকট পরিশোধ করে দিবে। এই বীমাটি ব্যাংক এশিয়ার বিশাল এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে সহায়তা করবে।
অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর মো. আরাফান আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জহিরুল আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব চ্যানেল ব্যাংকিং ডিভিশন সরদার আখতার হামেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এমএসএমই মো. শামিনুর রহমানসহ অন্য কর্মকর্তা কর্মচারীরা।
গার্ডিয়ান লাইফের পক্ষে উপস্থিত ছিলেন মূখ্য নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং ডিরেক্টর এম এম মনিরুল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সাজ্জাদুল করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্যাংকাস্যুরেন্স আহমেদ ইশতিয়াক মাহমুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স রুবায়াৎ সালেহীন।