রাজবাড়ীতে ফারইষ্ট ইসলামী লাইফের মৃত্যু দাবির চেক হস্তান্তর
ডেস্ক রিপোর্ট: রাজবাড়ীর পাংশা সাংগঠনিক অফিসে মৃত্যু দাবির চেক হস্তান্তর ও সুধী সমাবেশ করেছে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির পাংশা অফিসের ইনচার্জ মাস্টার মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে ৪ এপ্রিল মঙ্গলবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ফরিদপুর ডিভিশনের (সাবী) জেইভিপি অ্যান্ড ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর সার্ভিস সেন্টারের ভিপি অ্যান্ড ইনচার্জ মোহাম্মদ আবদুল হামিদ, রাজবাড়ী জোনের এভিপি অ্যান্ড ইনচার্জ মাওলানা মো. জাকারিয়া কামরুল ও পাংশা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া পারভীন।
অনুষ্ঠানে মৃত গ্রাহক আয়েশা বেগমের স্বামী ও নমিনী মো. আবদুর রহমানের হাতে ১ লাখ ৩৪ হাজার ৫৬১ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ মোজাম্মেল হক শাহীন।