সাফা অ্যাওয়ার্ড পেলো প্রাইম ইন্স্যুরেন্স
ডেস্ক রিপোর্ট: সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনটেন্টস (সাফা) অ্যাওয়ার্ড পেয়েছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদনের ভিত্তিতে ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড অর্জন করে। এর আগে ২০১৬ সালেও সাফা অ্যাওয়ার্ড লাভ করে আইএসও সনদপ্রাপ্ত প্রাইম ইন্স্যুরেন্স।
সার্কভুক্ত দেশগুলোর অ্যাকাউনটেন্টদের সর্বোচ্চ পেশাজীবী সংগঠন সাফা। সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক) এর শীর্ষ সংস্থা হিসেবে ১৯৮৪ সালে এটি প্রতিষ্ঠা লাভ করে। দক্ষিণ এশিয়া অঞ্চলের ৩ লাখের বেশি অ্যাকাউনটেন্ট’র প্রতিনিধিত্ব করছে সাফা।
গত ২২ জানুয়ারি ভারতের পুনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহম্মদী খানম সাফা অ্যাওয়ার্ড গ্রহণ করেন। আইএনডিএসইএআরসিএইচ এর অধ্যাপক ও অবৈতনিক মহাপরিচালক ড. অশোক যোশী এবং সাফা সভাপতি সিএমএ (ড.) পিভিএস জগন মোহন রাও এ পুরস্কার হস্তান্তর করেন।
সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাক্যাউনটেন্টস এর কর্তাব্যক্তিসহ প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির মূখ্য আর্থিক কর্মকর্তা বাদল চন্দ্র রাজবংশী, এফসিএ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।