কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শাখা প্রধান সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের শাখা প্রধান সম্মেলন গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০১৮ সালের কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা, কোম্পানির উন্নয়ন এবং ২০১৯ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কর্মপরিকল্পনা নেয়া হয়।

এছাড়া বিগত বছরের সফল শাখা ও সফল উন্নয়ন কর্মকর্তাদেরকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কোম্পানির চেয়ারম্যান এ.কে.এম আজিজুর রহমান।

এতে উপস্থিত ছিলেন কোম্পানি পরিচালক এসএম আবু মহসিন, কেএম আলমগীর, সাবেক পারচালক মোহাম্মদ ইকবাল, মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজিরুল ইসলামসহ বিভিন্ন শাখা থেকে আগত শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)