গ্রামীণফোন কর্মকর্তার মৃত্যুতে প্রগতি লাইফের গ্রুপ বীমা দাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: গ্রামীণফোন কর্মকর্তা মোজাম্মেল হক মোল্লার গ্রুপ বীমার মৃত্যুদাবি বাবদ ৪৯ লাখ ৮৫ হাজার ২০৮ টাকা পরিশোধ করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সম্প্রতি প্রগতি লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে গ্রামীনফোনের অনীক হোসেন চৌধুরীর (হেড অব শেয়ারড সার্ভিস) নিকট মৃত্যুদাবির চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মহা-ব্যবস্থাপক এসএম জিয়াউল হক ও গ্রামীণফোনের হেড অব এমপ্লয়ি এক্সস্পিরিয়েন্স শাহরীয়ার সাইদ এএনএম আল-ফারাবি, স্পেসালিস্ট-বেনিফিট ম্যানেজমেন্ট উপস্থিত ছিলেন।