মনোহরগঞ্জে জেনিথ ইসলামী লাইফের নতুন শাখা
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার মনোহরগঞ্জে নতুন শাখা খুলেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আজ রোববার কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন ঘোষণা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
জেনিথ ইসলামী লাইফের এসইভিপি ও মনোহরগঞ্জ শাখার ইনচার্জ মো. আবুল হাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মো. আবদুল কাদির ও ডিজিএম (উন্নয়ন-প্রশাসন) মোহাম্মদ নিজাম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন ইভিপি মো. ফিরোজ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো ছিলেন কোম্পানিটির জোনাল ম্যানেজার ফুয়াদ আল মতিন, মনোহরগঞ্জ প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুল বাকী মিলন প্রমুখ। এ ছাড়াও স্থানীয় বীমা গ্রাহক, কর্মী ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ।