প্রাইম ইন্স্যুরেন্স ও ব্যাংকক হাসপাতালের চুক্তি স্বাক্ষর

ডেস্ক রিপোর্ট: আইএসও সনদপ্রাপ্ত ইন্স্যুরেন্স কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ব্যাংকক হাসপাতালের সঙ্গে মেডিকেল সার্ভিসেস চুক্তি (এমএসএ) সই করেছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় ঢাকায় প্রাইম এর নিজস্ব কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়া রোগীদের স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধার নতুন দিগন্ত প্রসারিত হলো। এখন থেকে প্রাইম স্বাস্থ্যবীমা কভারেজের আওতায় ব্যবসায়িক অংশীদার ও প্রাইম পরিবারের অংশীদারেরা বিশেষ ছাড়ে ব্যাংকক হাসপাতালে সুবিধা ভোগ করবে। প্রয়োজনে রোগীরা এয়ার এ্যাম্বুলেন্স সুবিধা পাবে, অনলাইন কন্সালটেশন এবং বিশেষজ্ঞের মতামত নিতে পারবে।

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদি খানম এবং লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড (ব্যাংকক হাসপাতালের পরিচালনা প্রতিষ্ঠান) এর চেয়ারম্যান ডা. শক্তি রঞ্জন পাল উক্ত অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষর করেন।

এ সময় প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. জাকি উল্লাহ সাহিদ, ভাইস চেয়ারম্যান সাহেদা পারভীন তৃসাসহ উভয়পক্ষের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।