জেনিথ ইসলামী লাইফের বাগেরহাট শাখা উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: বাগেরহাটে শাখা কার্যালয় স্থাপন করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান গতকাল শুক্রবার এটি উদ্বোধন করেন। পরে ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

কোম্পানির ডিজিএম মো. নিজাম উদ্দীন, ডিএমডি মো. তাওহীদুল হাসান ও প্রজেক্ট ডাইরেক্টর মাহামুদা পারভীন মিতু বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে এসইভিপি ও পিরোজপুর সার্ভিস পয়েন্ট ইনচার্জ মো. তানভীর হোসাইন বক্তব্য রাখেন।

বাগেরহাট শাখা ইনচার্জ মো. রফিকুল ইসলাম রুমির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানির চিতলমারী শাখা ইনচার্জ তামজিদ খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইলিয়াস, ফেরদৌস, শহিদুল, শিল্পী, জান্নাত, নিগার প্রমূখ উপস্থিত ছিলেন।