জেনিথ ইসলামী লাইফে ইষ্টার্ন ইউনিভার্সিটির গ্রুপ বীমা চুক্তি

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে গ্রুপ বীমা চুক্তি সম্পাদন করেছে ইষ্টার্ন ইউনিভার্সিটি। রোববার রাজধানীর ধানমণ্ডিতে ইষ্টার্ন ইউনিভার্সিটির বোর্ড রুমে এ চুক্তিটি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী, ইষ্টার্ন ইউনিভার্সিটির সকল কর্মকর্তা-কর্মচারী বীমা সুবিধা ভোগ করবে।

ইষ্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শহিদ আখতার হোসেন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় ইষ্টার্ন ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান জনাব লিয়াকত হোসেন মোঘল, ট্রাস্টি বোর্ডের মেম্বার জনাব এস কে সাইদুর রহমান, ট্রেজারার এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জনাব এ এস মাহমুদ, রেজিস্ট্রার জনাব আবুল বাশার খান, ডিন- এফবিএ ড. মো. আব্বাস আলী খান, এডভাইজার- এফবিএ প্রফেসর ড. ফরিদ আহমেদ, ডাইরেক্টর- এডমিশান এএসএমজি ফারুক, ডাইরেক্টর ও ইনচার্জ- ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস আবদুল করিমসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের এজিএম (গ্রুপ বীমা) মো. আনোয়ার হোসেন সরকার ও এসইভিপি উম্মে হাসুনাত তোয়াফ্ফিয়া।