প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও আল হারামাইন হাসপাতালের মধ্যে চুক্তি
ডেস্ক রিপোর্ট: সিলেটে আল হারামাইন হাসপাতাল প্রাইভেট লি. এর সাথে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লি.। এই চুক্তির আওতায় আল হারামাইন হাসপাতাল প্রগতি লাইফের সকল গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীর চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা দেবে।
প্রগতি লাইফের জেনারেল ম্যানেজার এস এম জিয়াউল হক এবং আল হারামাইন হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ এহসানুর রহমান সম্প্রতি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় আল হারামাইন হাসপাতাল এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান (সিআইপি) এবং পরিচালক (হাসপাতাল) ডা. এম ফয়েজ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)