অনলাইন পেমেন্ট সেবা চালু করলো প্রাইম ইন্স্যুরেন্স

ডেস্ক রিপোর্ট: অনলাইন পেমেন্ট সেবা সংযোজন করেছে প্রাইম ইন্স্যুরেন্স। গত ৩ মার্চ কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন ঘোষণা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ইন্স্যুরেন্স এ তথ্য জানিয়েছে।

কোম্পানিটি বলছে, এখন যে কোন ব্যক্তি মোটর সার্টিফিকেট ও ওভারসিজ মেডিক্লেইম পলিসি অনলাইনে গ্রহণ করতে পারবেন। ওভারসিজ মেডিক্লেইম পলিসি সেনজেন ও নন-সেনজেন দেশগুলোর জন্য আবশ্যক। প্রাইম ইন্স্যুরেন্স বিদেশ যাওয়ার আগে ভিসার জন্য আবশ্যক ইন্স্যুরেন্স সেনজেন ও নন-সেনজেন দেশগুলোর জন্য প্রদান করে থাকে।

এটা মোটরযান মালিক ও ব্যবহারকারীদের জন্য একটি অনন্য সহজসাধ্য সুযোগ। গ্রাহকরা দেশের যেকোনো স্থান থেকে মোটর ইন্স্যুরেন্স পেমেন্ট করতে পারবে যা তাদের সময় বাঁচাবে। ওএমসি পলিসি গ্রহণ নতুন সরকারি বিধিতে বিদেশ গমনের ক্ষেত্রে বাধ্যতামূলক।

প্রাইম ইন্স্যুরেন্স অনলাইন ব্যবস্থায় দেশে ও বিদেশ গমনের ক্ষেত্রে সেনজেন ও নন-সেনজেন দেশগুলোর জন্য অনলাইন পেমেন্ট সুবিধা সমূহ গ্রহণ করার ব্যবস্থা করেছে। সকল প্রকার ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডিবিবিএল নেক্সাস কার্ড, সকল আমেরিকান কার্ড ও মোবাইল মানি সার্ভিসের মাধ্যমে এই সুবিধা গ্রহণ করা যাবে। এই সেবা সমূহেরসহ অংশীদার সূর্যমুখী লিমিটেড।

অনুষ্ঠানে আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ, ড. এম মোশাররফ হোসেন, প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. জাকি উল্লাহ সাহিদ,  ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদি খানম, ভাইস-চেয়ারম্যান সাহেদা পারভীন তৃসা এবং মাহানুর উম্মেল আরা  সহ  প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।