প্রাইম ইন্স্যুরেন্সে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ডেস্ক রিপোর্ট: প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ভিন্ন পরিসরে ও নারী স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে “ভালোর জন্য ভারসাম্য” এই প্রতিপাদ্য নিয়ে সম্প্রতি নিজ কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে।

এই উদযাপনে নারীর স্বাস্থ্য ঝুঁকি ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন চিকিৎসক ও বিশ্লেষকরা।

অনুষ্ঠানে ডা. আফরিন সুলতানা, ডা. ফেরদৌসী ইসলাম লিপি, ডা. মাহজাবীন মোরশেদ নারীর স্বাস্থ্য ঝুঁকি ও করণীয় সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। এছাড়া “ভালোর জন্য ভারসাম্য” বিষয়ে ড. তাহমিনা আক্তার এবং নারী নেতৃত্ব সম্পর্কে এফসিএ মারিয়া হাওলাদার বিস্তারিত আলোচনা করেন।

এই উদযাপনে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদি খানম, চেয়ারম্যান মো. জাকি উল্লাহ সাহিদের সহধর্মিণী সোনিয়া রহমান, ভাইস-চেয়ারপারসন সাহেদা পারভীন তৃসাসহ প্রাইম পরিবারের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।