জেনিথ ইসলামী লাইফ ও শেভরন ক্লিনিক্যাল ল্যবরেটরির চুক্তি

ডেস্ক রিপোর্ট: সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিতে চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যবরেটরি প্রাইভেট লিমিটেডের সাথে কর্পোরেট চুক্তি সম্পাদন করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

চুক্তি অনুযায়ী, শেভরনের ১২টি শাখা হতে স্বাস্থ্যসেবা পাবে জেনিথ লাইফের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার শেভরনের বোর্ড রুমে শেভরনের জিএম পুলক পারিয়াল ও জেনিথ লাইফের এজিএম আনোয়ার হোসেন সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রটি হস্তান্তর করেন।

এ সময় জেনিথ লাইফের ডিএমডি তৌহিদুল ইসলাম, এসইভিপি ফারুক আযম, ম্যানেজার শফিকুর রহমান কোরেশী ও শেভরনের এজিএম নূরুন নাহার, কর্পোরেট অ্যাফেয়ার্স এক্সিকিউটিভ ওমর শরিফসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।