মেলায় ন্যাশনাল লাইফের স্টল সেরা
ডেস্ক রিপোর্ট: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র উদ্যোগে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দু’দিনব্যাপী অনুষ্ঠিত বীমা মেলায় সেরা স্টল নির্বাচিত হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির স্টল।
গত ১৬ মার্চ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসিরের কাছ থেকে সেরা স্টলের পুরস্কার গ্রহণ করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী।